Tuesday, March 26, 2019

মাঝারি বৃষ্টির প্রাধান্য থাকবে, ভারী বৃষ্টি থাকবে কম সংখ্যক স্থানে


আজ থেকে দেশের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা
বৃদ্ধি পাবে।
রংপুর বিভাগে এত দিনের মধ্যে তেমন কোন বৃষ্টিপাত
দেখা যায়নি তবে আজ থেকে এই সম্ভাবনা
বৃদ্ধি পাচ্ছে।
রংপুর বিভাগ থেকে শুরু হওয়া বৃষ্টিপাত পরবর্তী ২৪
ঘন্টার মধ্যে প্রত্যেক বিভাগে কম-বেশী থাকতে
পারে।
অল্পসময় নিয়ে দমকা-ঝড়ো হাওয়া, শীলা,
অল্প সংখ্যক স্থানে বজ্র এবং হাল্কা ও মাঝারি বৃষ্টির
প্রাধান্য থাকবে, ভারী বৃষ্টি থাকবে কম সংখ্যক স্থানে।
এই পর্যায়ে দক্ষিণাঞ্চলের তুলনায় উত্তরাঞ্চলে
গড়ে বেশী বৃষ্টি হতে পারে।
অর্থাৎ খুলনা, বরিশাল বিভাগ এবং চট্রগ্রাম বিভাগের
দক্ষিণ অংশের তুলনায় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ,
সিলেট ও রংপুর বিভাগের মধ্যে পরিমানে
বেশী বৃষ্টি হতে পারে।
এবারও আকাশে মেঘের উপস্থিতি থাকা সত্তেও অনেক
স্থানেই বৃষ্টিপাত থাকবে না।
এখন পর্যন্ত দেশের বেশীরভাগ এলাকা স্বাভাবিক রয়েছে
সময়ের সাথে সাথে মেঘের ঘনত্ব বা উপস্থিতি বাড়বে।
পরবর্তী ২৪ ঘন্টা পর্যন্ত পূর্বাভাস সর্বাধিক গুরুত্ব পাবে।
আজ বাংলাদেশ সময় সকাল ৮:৪০ মিনিটের চিত্রে
সাদা স্থানসমূহে মেঘর স্তর দেখা যাচ্ছে।
মেঘের গতিপথ অনেকটা উত্তর-পশ্চিম দিক থেকে
দক্ষিণ-পূর্ব মূখী।

1 comments:

  1. Casino Finder (Las Vegas, NV) - Mapyro
    Casino Finder is a 문경 출장안마 free, 안성 출장마사지 real time locator for all your 전주 출장안마 favorite 양산 출장샵 Las Vegas casinos. Get 동해 출장샵 directions, reviews and more for Casino Finder.

    ReplyDelete