Thursday, April 4, 2019

অধিক সংখ্যক স্থানে বৃষ্টিপাত থাকবে


আজ দেশের মধ্যে গতকালের তুলনায় অধিক
সংখ্যক স্থানে বৃষ্টিপাত থাকবে।
দেশের উত্তরাঞ্চলের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বেশী
থাকবে পরবর্তী সকাল পর্যন্ত।
মূল কেন্দ্র সিলেট বিভাগ, এছাড়া রাজশাহী, ঢাকা,
ময়মনসিংহ ও চট্রগ্রাম বিভাগের কিছু জেলার মধ্যে
বৃষ্টির প্রবণতা বেশী থাকছে।
বজ্র, শীলা ও বৃষ্টির পরিমান স্থানভেদে
আলাদা হবে।
খুলনা, বরিশাল, চট্রগ্রাম এই তিন বিভাগের দক্ষিণ
অংশে আজকেও সকল প্রভাব কম থাকতে পারে।
দেশের মধ্যে হাল্কা মেঘের কারণে বেশীরভাগ স্থানে
সূর্যের আলো পাওয়া যাবে না।
সাধারণ বা মাঝারি ঝড় হতে পারে কিছু স্থানে তবে
এখনই নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।
কিছু কিছু স্থানে বৃষ্টিপাত চালু রয়েছে, দুপুরের পর
থেকে বিকালে বা রাতে এই প্রবণতা অনেক বৃদ্ধি
পাবে।

0 comments:

Post a Comment