Wednesday, March 20, 2019

আবহাওয়ার খবর ২১ হতে ২৩মার্চ




কিছু বিচ্ছিন্ন বজ্রবৃষ্টি হতে যাচ্ছে আগামি ২১ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত

তখন দেশের মধ্য ও পূর্বাঞ্চলের কিছু এলাকায় ও ত্রিপুরা, আসাম সংলগ্ন কিছু এলাকায় প্রায় ৬০-৮০কিমি/ঘন্টা বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এবং বিচ্ছিন্ন কিছু এলাকায় ৮০কিমি/ঘন্টা এর উপরে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
ওই সময়ে দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
-
আসুন দেখে নেই আগামি ২১ থেকে ২৩ মার্চ পর্যন্ত দেশের কোন বিভাগে গড়ে কি পরিমান বৃষ্টিপাত হতে পারে:-
•Dhaka Division(ঢাকা): 20mm+ avg(২০মিমি)
•Khulna Division(খুলনা): 05mm+ avg(০৫মিমি)
•Rajshahi Division(রাজশাহী): 02mm+ avg(০২ মিমি)
•Rangpur Division(রংপুর): 01mm+ avg(০১ মিমি)
•Mymensingh Division(ময়মনসিংহ): 15mm+ avg(১৫ মিমি)
•Sylhet Division(সিলেট): 25mm+ Avg(২৫মিমি)
•Barishal Division(বরিশাল): 05mm+ Avg(০৫ মিমি)
•Chittagong Division(চট্টগ্রাম): 05mm+ avg(০৫ মিমি)
***নোট:- স্থানীয়ভাবে বৃষ্টি কম বা বেশি হতে পারে ।
-
★শীলাবৃষ্টি:-
বিক্ষিপ্তভাবে বরিশাল, খুলনা, ঢাকা, চট্টগ্রাম বিভাগের উত্তরাংশ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় শীলাবৃষ্টির সম্ভাবনা।

1 comments:


  1. সারাদেশে আজকের আবহাওয়ার খবর বা বার্তার পূর্বাভাস, সংকেত এলার্ট, বর্তমান তাপমাত্রাসহ সারাদিনের অবস্থা জানাতে পাতাটি প্রতিদিন আপডেট করা হয়।

    ReplyDelete